মোঃশাহেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার।
কক্সবাজারের রামুতে ২০ হাজার ইয়াবা দুই যুবককে আটক করেছে রামু থানা পুলিশ। শনিবার (৪ মে) বিকাল চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার ওসি আবু তাহের দেওয়ানের নেতৃত্বে এস আই আবুল কাউসার, এস আই অসীম চন্দ্র ধর, এস আই আল আমিন, এ এস আই আশিকুর রহমানসহ পুলিশ
শেরাটন হোটেলের সামনের সড়ক থেকে একটি নোহা গাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, ঈদগাহ উপজেলার ইসলামাবাদ এলাকার ভাড়াটিয়া মতিউর রহমানের ছেলে জাহেদ হাসান রাসেল (৩০) অপরজন কক্সবাজার নতুন বাহারছড়া এলাকার মৃত অজিতের ছেলে লিটন শর্মা (৩৮)।
বিষয়টি নিশ্চিত করে রামু থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত একটি নোহা গাড়ি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ বিষয়ে মাদক মামলা রুজু করা হবে বলে জানান তিনি।