স্টাফ রিপোর্ট শহিদুল ইসলাম:
র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কক্সবাজার সদর থানার মামলা নং-৩৮/৬৭৩, তারিখ-১৬/১০/২০২৪, ধারা-৩৮০/৪১১/৩৪ পেনাল কোড মোতাবেক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অদ্য ১৬ অক্টোবর ২০২৪ তারিখ অনুমান ০০.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, কক্সবাজার এর ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লাল দিঘীর পাড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এ সময় আন্তঃ জেলা মোটর-সাইকেল চোরাই চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেফতারসহ তাদের হেফাজত হতে ০১টি চোরাইকৃত YAMAHA R15 V-3 মোটর সাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোটর-সাইকেল চোরাই চক্রের দুই সদস্যের বিস্তারিত পরিচয়-
১মোঃ রাশেদুল ইসলাম (২৫), পিতা-মৃত ওয়াহিদুল কাদের, মাতা-মরিয়ম বেগম, সাং-সিকদারপাড়া, ০২নং ওয়ার্ড, মাতারবাড়ী ইউনিয়ন, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।
২) মোঃ আবুল কাসেম (২৬), পিতা-রবি আলম প্রকাশ নুরুল আলম, মাতা-লায়লা বেগম, বর্তমান সাং-মাষ্টারঘোনা, ০১নং ওয়ার্ড, ঝিলংজ ইউনিয়ন, স্থায়ী সাং-চৌধুরী পাড়া, বিজিবি ক্যাম্প, ০৫নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা-সদর, জেলা-কক্সবাজার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের নাম-ঠিকানা প্রকাশসহ নিজেদের মোটর-সাইকেল চোরাই চক্রের সদস্য বলে স্বীকার করে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ