মোঃ শাহেদুল ইসলাম।স্টাফ রিপোর্টার: কক্সবাজার সরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন সজীব কাজী নামে এক চিকিৎসক। ঘটনার পর মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১টা থেকে কক্সবাজার সরকারি হাসপাতালের জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল অফিসাররা।এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা। ডাক্তার দেখাতে না পেরে রোগীদের নিয়ে হাসপাতাল ঘুরে ঘুরে অনেকেই ফিরে যাচ্ছে বাড়ি। অনেকে আবার ডাক্তার দেখাতে ছুটছেন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে।
বুধবার (১১সেপ্টেম্বর) কক্সবাজার সরকারি হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের বহির্বিভাগ সেবা বন্ধ রয়েছে। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে স্বাস্থ্যসেবা দেওয়া বন্ধ রেখেছে ইন্টার্ন চিকিৎসকরা।চিকিৎসা সেবা বন্ধ থাকায় হাসপাতালে থাকা রোগীরা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে ছুটছেন।
সার্জারি বিভাগে থাকা রোগী মরিয়ম বেগমের স্বামী বলেন,২দিন আগে অপারেশনের মাধ্যমে আমার কন্যা শিশুর জন্ম হয়।সকাল থেকে চিকিৎসক ও নার্স না থাকায় ড্রেসিং করাতে পারেনি।এদিকে আমার স্ত্রীর পরিস্থিতি খারাপ। তাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছি।
জরুরি বিভাগে থাকা রোগী সিনহা বলেন, রাতে শ্বাসকষ্ট নিয়ে আসি। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি দেন।সকাল থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেছি।কিন্তু একটাও চিকিৎসক আসেনি।তাই পার্শ্ববর্তী আল ফুয়াদ হাসপাতালে যাচ্ছি।
তবে ভিন্ন কথা বলেন,জেলা প্রশাসনের এডিসি ইয়ামিন হোসেন।
তিনি বলেন, চিকিৎসকদের সাথে কথা হয়েছে। তারা তাদের কাজে ফিরে গেছে। চিকিৎসককে মারধরের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এবং চিকিৎসকদের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে।