জহুরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ নীলফামারীতে কচুকাটা মাঝাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসায় গভর্নিং বডি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ০৭/১১/২০২৩ইং মঙ্গলবার সকাল ১০ টায় নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা মাঝাপাড়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার গভর্নিং বডি নির্বাচন শুরু হয়। এতে অভিভাবক সদস্য তিনটি পদে মোট ছয় জন প্রার্থী অংশ নেয়। অংশগ্রহণকারী প্রার্থীরা হলে, ১. মো. আজহারুল ইসলাম, ২. মো. আব্দুল মান্নান (সাবেক সদস্য), ৩. মো. ইউসুব আলী, ৪. মো. ফজলার রহমান, ৫. মো. বাবুল হোসেন, ৬. মো. লিয়াকত আলী। এরমধ্যে মো. ফজলার রহমান ১৭৬ ভোট পেয়ে প্রথম, মো. ইউসুব আলী ১৫০ ভোট পেয়ে দ্বিতীয় ও মো. বাবুল হোসেন ১২১ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত হন। অন্য তিনজন প্রার্থী মো. আজহারুল ইসলাম ৯০ টি ভোট, মো. আব্দুল মান্নান ৮৮ টি ভোট ও মো. লিয়াকত আলী ৭০ টি ভোট পায়। নির্বাচনে নীলফামারী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মোসলেম উদ্দিন ও মাদরাসার প্রতিষ্ঠাতা মো. কাওছার আলী উপস্থিত ছিলেন। প্রিজাইডিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে বলে জানান।