মোঃ মাহফুজুর রহমান কালিয়া থেকে : নড়াইলের পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান কনস্টেবল রিয়াজুল ইসলামকে পদন্নোতি প্রাপ্ত র্যান্ক ব্যাজ পরিয়ে দিলেন। ২৫ আগষ্ট রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে এ পদন্নোতি প্রাপ্ত ব্যাজ র্যান্ক পরিয়ে দেন। রিয়াজুল ইসলাম কেন্দ্রীয় মেধাতালিকায় ১৭৫ তম স্থান প্রাপ্ত কনস্টেবল ৩২৪ রেলওয়ে সিলেট, ১১৮ নড়াইল, মোঃ রিয়াজুল ইসলাম বিপি-৯৩১৫১৭৯৫৮১ এ এস আই ( নি) পদে পদোন্নতি প্রাপ্ত হন। এ সময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) মোঃ আনোয়ার হোসেন ,সহ অন্যান্য কর্মকর্তাগন।