মহসিন আলম মুহিন
একটি মেয়ে “মা” যে আমার,
সারাজীবন দোয়ার ভাণ্ডার।।
একটি মেয়ে মা যে আবার,
অকূল মাঝে কূলের আধার।।
একটি মেয়েই মা যে মোদের,
লালন-পালন দেখায় ভোরের।।
একটি মেয়ে মায়ের সংসার,
দ্বীন দুনিয়ায় খুশীর জোয়ার।।
একটি মেয়ের মনের আশা,
তার কষ্টে এ দুনিয়ায় আসা।।
একটি মেয়ে পয়গম্বরের জননী,
একটি মেয়েই যেন এই ধরণী।।
একটি মেয়ে মুনি-ঋষির ধাত্রী,
একটি মেয়েই জান্নাতের-নেত্রী।।
একটি মেয়ে সনাতন ধর্মে মহাময়া,
তার আগমনে বড় উৎসব পাওয়া।।
একটি মেয়ে অনেক রূপে সর্বদা,
সকল ধর্মেই আছে মেয়ের মর্যাদা।।
একটি মেয়ে খোদার সেরা উপহার,
তার চরণেই যে বেহেশত আমার।।
আবার একটি মেয়ে যখন বোন,
প্রাণের শোভা-মায়ার এক বাঁধন।।
একটি মেয়ের হঠাৎ পেলে দেখা,
হিয়া তোলপাড় কত যে পত্র লেখা।।
একটি মেয়ে যখন জীবন সাথী,
আশার আলো যেন ঝাড়বাতি।।
একটি মেয়ের হৃদয়ের উত্তাপ,
বংশধর আর আগামীর প্রতাপ।।
একটি মেয়ে সংসারে “বৃক্ষ” সমান,
তারই কোল জুড়ে আসে সন্তান।।
একটি মেয়ে যেন গোটা দুনিয়া,
তাকে ঘিরেই চলে সকল প্রক্রিয়া।।
একটি মেয়েই আলোর জ্যোতি,
মায়া ভরা চারপাশ ছড়ায় দ্যুতি।।
একটি মেয়েই কন্যা সন্তান হয়,
তার ঔরসেই বংশের পরিচয়।।
একটি মেয়েই লক্ষ্মী ঘরের বঁধু,
তার হাতেই সংসারের মৌ-মধু।।
এসো সবাই আজকে শপথ পড়ি,
একটি মেয়ের নিরাপত্তা প্রদান করি।।
# মহসিন আলম মুহিন
খামার গ্রাম কলেজ পাড়া
থানাঃ- এনায়েতপুর
উপজেলাঃ- চৌহালী
জেলাঃ- সিরাজগঞ্জ
বিভাগঃ- রাজশাহী
মোবাইল নং – ০১৭১৬৯১৩৯৩৯