মহসিন আলম মুহিন:
আপন মানুষ চেনা বড় ধায়, মনের মানুষ পাবোগো কোথায়। হাজারও ভীড়ে-হাজারও মানুষ, রঙে-ঢঙে-সঙে সদাই বেহুস। থাকে মুখোশ পড়ে ঘাপটি মেরে, যার যা ইচ্ছা-তাই সে যে করে। স্বার্থের টানে কেবলি হয় দুশমন, কিসের আপন! কিসের স্বজন! খেমটা তালে আজ সবাই চলে, কারো দুঃখে-কেহ নাহি টলে। যেন আগের সেই দুনিয়া নাই, তাই চেনা বড় ধায় যে হলো ভাই।। মহসিন আলম মুহিন খামার গ্রাম কলেজ পাড়া থানাঃ- এনায়েতপুর উপজেলাঃ- চৌহালী জেলাঃ- সিরাজগঞ্জ বিভাগঃ- রাজশাহী দেশঃ- বাংলাদেশ মোবাইল নং ০১৭১৬৯১৩৯৩৯