মোঃ জাবেদুল ইসলাম….
তরমুজের যে এতো মজা,
আগে বুঝি নাই রে ভাই।
ত্রিশ টাকা কেজি তরমুজ,
একশত কুড়ি টাকা চাই।
তরমুজের যে এতো মজা,
আগে বুঝি নাই রে ভাই।
একশতো কুড়ি কেজিতে,
তরমুজ কেনার আমার সাধ্য নাই।
তরমুজের যে এতো মজা,
আগে তো ভাই বুঝি নাই।
একটা তরমুজ আট দশ কেজি,
কেনার’ তো ভাই সাধ্য নাই।
তরমুজ আছে এ্যাবেল এ্যাবেল,
এক টাকা কম নাই।
খাইতে মন চাইলে তরমুজ,
কেনার আমার সাধ্য নাই।
পঁচে যাক গলে যাক,
তবুও সেটা দেখার নাই।
এক পয়সাও কম নাই,
তরমুজের ভাই এথো সুস্বাদ,
আগে আমি বুঝি নাই।