মোঃ জাবেদুল ইসলাম
ছোট কালে আমরা যখন,
ছিলাম সবাই ছোট।
সবাই মিলে করেছি যে,
হৈ- হুল্লোড় কত্তো।
কুটুম কুটুম খেলেছি বেশ
সব ছেলে মেয়ে মিলে।
ছোট ছোট মাছ ধরেছি,
গায়ের খালে বিলে।
ডাঙগুলি মোরা কতো খেলেছি,
বড় খোলা মাঠে।
দুপুর হলে নাইতে নামি,
ছোট্ট নদীর ঘাটে।
ফড়িং ধরতে ছুটেছি কেবল,
ফড়িং এর পিছু পিছু।
ফড়িং গুলো বড্ড চালাক,
দেয় না ধরা কিছু।
বালু দিয়ে ঘর বানিয়ে ,
খেলেছি অনেক খেলা।
হাসি খুশিতে মেতেছি খুব,
করিনি তো অবহেলা।
গাছে উঠে পাকা পাকা
খেয়েছি লিচু কতো।
তাঁর জন্য কানমলা খেয়েছি,
মায়ের বকুনি যতো।
শৈশব স্মৃতি আজিকে বসে
করছি আপন মনে।
স্মৃতিগুলো সব আসছে ভেসে,
হৃদয় প্রতি ক্ষণে.
লেখকঃ
মোঃ জাবেদুল ইসলাম
রমনীগঞ্জ, বড়খাতা
হাতীবান্ধা, লালমনিরহাট।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ