কবি: প্রিয়াংকা নিয়োগী,
পুন্ডিবাড়ী,ভারত,
আহা কি মজা লাগে
সুপারি গাছে কেউ উঠছে সুপারি পারতে,
তা দেখে,
লোকে মজা নেয়,
যিনি গাছ বহেন তিনি বোঝেন তার কি দশা হয়।
গাড়ি চড়তে সেই মজা লাগে,
ড্রাইভার বোঝে তাকে ঝুকি নিতে হয় কিসে।
খেতে দারুণ লাগে,
ভোজন রসিক সর্বদাই খাবারের খোঁজে থাকে,
চাষী জানে কতটা চিন্তা ও ঘাম ঝড়াতে হয় এই কাজে।