কলমে -নারগিস খাতুন
সকালে ঘুম থেকে ওঠেই
শুনেছি পাখির কিচিরমিচির,
সন্তানেরা মায়ের কোলে
করছে খেলা, হাসছে খিলখিলিয়ে।
পাখিরা গাছ মায়ের ডালে ডালে
নাচছে গাইছে করছে খেলা।
খেলার সাথীকে মেরেছি
খেয়েছি ঘুরে চর।
গাছ আমাদের প্রকৃত বন্ধু
দেইনি কোনো মার।
গাছের পাতায় করেছি নৌকা
ভাসিয়েছি পুকুরের জলে,
খেলেছি কত নানান খেলা
ওই গাছেটির তলাতে।
মনে পড়ে ওই গাছটির তলায় বসে
খেলেছি নানান পুতুল খেলা,
গাছের ডাল পাতা ভেঙ্গে
বানাতাম পুতুলের ঘর।