কলমে: প্রিয়াংকা নিয়োগী,❤
পুন্ডিবাড়ী, ভারত।
___________________
চাইনা এমন গণতন্ত্র,
যে গণতন্ত্রে "গণতন্ত্রর" হাতেই গণতন্ত্রকে খুন হতে হয়।
যেখানে অনাহারী মানুষের মুখে
অন্ন তুলে দেওয়ার থেকেও দামি হয়,
বোমা বানানোর বারুদের জন্য অর্থ ব্যয়।
যেখানে কিছু মানুষদের কথা বলার সুযোগ দিয়ে, বুকের পাটা শক্ত করিয়ে,
মারামারি হানাহানির মতো জঘন্য কাজে লিপ্ত করানো হয়।
যেখানে শান্তির থেকেও অশান্তিকে প্রশ্রয় দেওয়া হয়।
যে সমাজে বাক স্বাধীনতার ভয় থাকে,
রাতের আধারে ভুতের নয়,মানুষের ভয় থাকে,
নারীদের উন্মুক্তভাবে জীবনধারণে বাধা থাকে।
যেখানে একটি রাজনৈতিক দল জিতলে,
বিপরীত দলের মানুষের নিপীড়িত হওয়ার সম্ভাবনা থাকে।
যে গণতন্ত্রে একনায়কতন্ত্রের ছায়া থাকে,
নেবর সাথে দেবর নীতি হয়ে থাকে,
মানুষের বিপদে পাশে দাড়ানো হয় দলবাজী দেখে,
আর চাইনা এমন গণতন্ত্র।
চাইনা সেই সমাজ,
যে সমাজে আজও নারীদের "মানুষ নয়" হিসেবে দেখা হয়,
নারীরা রাতে বেরতে পারেনা যেখানে,
যেখানে একটা নারীকে রাতে একা ফিরতে দেখলে কু-মন্তব্য করা হয়।
নারীর পোষাক-আষাক নিয়ে কথা বলা হয়।
যেখানে অনাহারী মানুষকে একমুঠো খাওয়াতে খাবার থাকে না,
অথচ বিড়াল ও বিদেশী কুকুরের জন্য খাবার রাখা হয়।
চাইনা এমন লোক দেখানো জ্ঞানের কথা,
যেখানে কথাগুলো জ্ঞান দেওয়ামাত্রই সীমাবদ্ধ,
অথচ কজের ক্ষেত্রে শূন্য।
চাইনা এমন কোনো ধর্ম,
যেখানে ধর্মের নামে চলে কাজে অধর্ম।
চাইনা এমন কোনো কর্ম,
যেখানে কর্মের নামে চলে অকর্ম।
যেখানে ঠকে যেতে হয় গরীব নিরীহ মানুষদের।
যেখানে যোগ্যের চেয়ে,
অযোগ্যরাই ঠাই পায় "চেনা পরিচয় ও টাকার" বিনিময়ে।
চাইনা এমন শিক্ষা,
যেখানে থাকে কুশিক্ষায় ভরা।
চাইনা এমন মানুষ,
যারা সমাজে গড়ে অমানুষ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ