কলমে: প্রিয়াংকা নিয়োগী,❤
পুন্ডিবাড়ী,ভারত।
মন ভালো রাখতে,
সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করতে হবে।
মনকে বিশুদ্ধ রাখতে হবে,
অন্যের ভালো হবে করতে,
হিংসা ও বিশৃঙ্খলা মন থেকে দুর করতে হবে,
ঝগড়া,অশান্তির থেকে দুরে থাকতে হবে।
সুকাজ করতে হবে সর্বদা,
তাতেই ভালো যাবে থাকা,
দান-ধ্যান করলে তাতে নাকি পাওয়া যায়,
মানষিক সন্তুষ্টি আলাদা।
নাচ,গান,তবলা,অঙ্কন,আবৃত্তি,গীটার,
ইত্যাদি,ইত্যাদি করলে তাতেও যে
মনটা আরও ভালো হয়ে থাকে,
মন যে ফুলের মতো হয়ে ওঠে।
যত ভালো কাজ করা যাবে,
ততই মন ভালো থাকবে।
নিজের মন ভালো থাকলে,
অন্যের মনকেও খুশি করা যাবে।
ঘুরতে গেলে সবুজ দেশে,
কখনো পাহাড়,কখনও সমুদ্র,
আবার কখনও বা ঐতিহাসিক স্থান,
সেটাও মন ভালো রাখার অন্যতম মাধ্যম।
মনকে ভালো রাখতে যা যা করা দরকার,
তা করতে হবে,
তবে কখনই খারাপ কিছুকে গ্রহণ না করে।
সর্বত্তোম পন্থা হোলো সবার সাথে সুসম্পর্ক বজায় রাখা,
সেটি রাখতে পারলেই নাকি সর্বত্রই সবসময়
যায় খুশি থাকা।