লেখক /কবি মোঃ আছাদুল হক
তারিখ /৪/৯/ ২০২৪
হে মানুষ, কে মনে খুঁজেছ তুমি
এখনো পাও নাই খুঁজে তার,
ডাকার মত হইনি ডাকা
ওই বিশ্ব বিধাতার।
সারাদিন রাত, মিথ্যার কেচ্ছা
গাহিতেছ সারাক্ষন,
কিভাবে পাইবে ওই স্রষ্টার খুঁজে
তোমার নিষ্ঠুর মন।
কার ফাঁকি দিবে, কার করিবে ক্ষতি
এই যদি থাকে মনে
নামাজের পাটি ফেলে, স্রষ্টাকে ধোকা দিলে
লাভ কি হবে ওই তজবি গুনে?
পরিবার পরিজন , তোমার যে আপন
ভাবনাই স্রষ্টা কে,
তুমি তার সৃষ্টি, ছিল শুভদৃষ্টি
দেখো নাই ফিরে যে।
মানুষের পাশে গেলে, কথারই ছলে
বল, দেখা যাক আল্লাহ কি করে,
হাইরে নির্বোধ, আহাম্মক বটে
ফিরতে পারবি কি ওই ঘরে?
তোর চলাফেরা, চাওয়া পাওয়া
সবই তার হুকুম মতে,
নিঃশ্বাসের বিশ্বাস, নেই কোন ভাবে
মৃত্যু হয়তো হতে পারে পথে।
এত বাহাদুরি, এত জোস চুরি
যাবে কি তোর সাথে,
আল্লাহকে খুঁজে, পাইবি কি তুই
পাইবি কি কোন মতে?
তোর চারিধারে, যত সৃষ্টি
দেখছিস বারবার,
ও সবই তার হুকুমের অধীন
ঐ সৃষ্টি আল্লাহর।
তুই কি পেরেছিস কখনো কোনখানে
তোর সৃষ্টিতো কোন প্রাণী
তাহলে এত দম্ভ এত অহংকার কেন
শোনো নাই কোরআনের বাণী।
সামান্য প্রেমের আভা, ওই স্রষ্টা
ভূতলে দিয়েছেন ঢেলে,
তাই এত মিল এত মহব্বত
রয়েছে বিশ্ব মেলে।
দেখেছিস ভেবে, কত নারী
নরের জন্য দিয়েছে প্রাণ,
ওই আফছা মমতায়, মাতোয়ারা হয়ে
দিয়েছে নিজের জান।
শোধরাতে হলে, শোধরা বিবেক
মনুষত্ব প্রমাণ,
ওই স্রষ্টার কাছে, শ্রেষ্ঠ হতে হলে
কর তার গুনগান।
ওই মহাসমুদ্রের, ঢেউ রাশি গুলি
তার কথা শুনে চলে,
ওই স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি হয়ে
থাকিস কেমনে ভুলে?