দয়াল কৃষ্ণ সানা
জীবনের সমস্ত সুখ যেন তোমাকে ঘিরে
তোমারই স্পর্শে
তোমার ভালোবাসায় যেন এক
বর্ণালী আনন্দের ফোয়ারা।
ভাবি তোমারই কথা যখন
একাকি নিশিতে নিঃসঙ্গতায়
খুঁজে পাই তোমাকে আপন ভাবে ।
তোমারই প্রতিচ্ছবি যেন দেখতে পাই।
চেহারায় সে তো নয় কোন এক কবির বর্ণনা
দূর-দূরন্তের কল্পপরীর আলোর ঝলকানিতে
ঝরে পড়ে মুক্তার শিশির কনা সারা অঙ্গে
নানা আলোর জ্বলন্ত শিখায়।
জেগে ওঠে সমস্ত প্রকৃতি
নিরব নিঝুম রাত্রির অন্ধকারে
ছায়াও যেন এক দৃষ্টিতে চেয়ে থাকে
কামনা করে তোমার উপস্থিতি ।
যেন সে বলতে চায়
অপেক্ষা, আর কত অপেক্ষা—।
ভয় হয় যেন হারাবার
যদি কোনদিন জ্বলন্ত বিভীষিকায়
দাগ পড়ে, ফাটল ধরে
বৃহৎ প্রাচীরের অন্তরালে।