কবিতা: আকাশের উজ্জ্বলতা
কোচবিহার,ভারত, আকাশের উজ্জ্বলতার অনুভবে, থাকে পৃথিবী বাসী, সূর্যের উদিয়মান আকাশ, শোভা বাড়ায় রাশি রাশি, আকাশিলায় মগ্ন আকাশ প্রেমী, খোঁজে কারূকার্য তার দৃষ্টিনায়। অভয়ের বাণী ডেকে দেয় ঝলকানি, আজ শুধুই ঝড়ঝড়ে পালা, হাসে বিকেল বলে আজ তোদের শুধুই নিশ্চিন্তের পালা। প্রখর রোদের ঝিলিক বয়ে আনে আকাশের স্পর্শ, মেঘলা আবহাওয়া বয়ে আনে মেঘলা আকাশের আবরণ, রোমাঞ্চের মাত্রা বাড়ায় ঐ পানে তাকালে, রোমহর্ষক প্রেমের উন্মোচনের শুরু কখনও কখনও সেখানে! প্রকৃতি আজ তিমির ভাবে ধৈয্য শালীর বেশে, আবহাওয়া রুপ নেয় ঋতুর রেশে। ঋতুর আগমনে সাজে আকাশ, আকাশে মেলে ঋতুর ঝলক, আকাশের উজ্জ্বলতা বলে দেয় প্রকেতিতে আজ এই রীতু বিরাজমান। রামধনুর অবাক করা উপস্থাপন, তাক লাগায় দৃষ্টিকারীদের, সেই আভার খোঁজে চোখ রাখে আকাশে।