নিজস্ব প্রতিবেদক, নীলফামারী,
বাংলাদেশের সাম্যবাদী দল (এম—এল)’র কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক কমরেড সাইমুম হকের সভাপতিত্বে পার্টির কার্যালয়ে কমরেড মোহাম্মদ তোয়াহার ৩৭তম স্মরণসভা ঢাকায় অনুষ্ঠিত হয়।
এদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ ও মহান ভাষা আন্দোলনের সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র ৩৭তম স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সুলতান আহমেদ বিশ্বাস বলেন, শ্রমিক কৃষক তথা জনগণের মুক্তির আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেছেন কমরেড মোহাম্মদ তোয়াহা। কিন্তু তার অবদানকে বিস্মৃত করার চেষ্টা চলছে। এমনকি আজ মওলানা ভাসানীর ঐতিহাসিক ভূমিকা ও অবদানকে ইতিহাস থেকে মুছে ফেলার প্রচেষ্টাও লক্ষ্য করা যাচ্ছে।
সভাপতির বক্তব্যে সাইমুম হক বলেন, কমরেড মোহাম্মদ তোয়াহা যুগপৎ গণমুখী ঐতিহাসিক ভূমিকা রেখেছেন। ভাষা আন্দোলন সহ মহান স্বাধীনতা সংগ্রামে কমরেড তোয়াহার অবদানকে অস্বীকার করায় উপায় নেই। কমরেড মোহাম্মদ তোয়াহা শ্রমিক শ্রেণীর মুক্তির আন্দোলনের সাথে গণতান্ত্রিক শক্তির সমন্বয় ঘটিয়েছিলেন। কমরেড মোহাম্মদ তোয়াহা মিশে আছে শ্রমিকের ঘামে, কৃষকের রক্তে, ছাত্র যুবকের অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সাথে। তিনি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং ছাত্রদের বাস ভাড়া কমানোসহ বিভিন্ন দাবীতে চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানান।
স্বরচিত কবিতা পাঠ করেন কবি সুনিল শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্টির ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাসুম উদ্দিন মাসুম, ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক যুব নেতা সাখাওয়াত হোসেন সৈকত, মহানগর কমিটির সদস্য জয়নাল আবেদীন বাবু, মহানগর সদস্য ফিরোজ খান প্রমুখ নেতৃবৃন্দ।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ