বিকাল বার্তা ডেস্ক>>
মৌলভীবাজারের কমলগঞ্জে পরকীয়া সন্দেহে গলায় ওড়না পেঁচিয়ে দ্বিতীয় স্ত্রীকে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন আজাদ বক্স (৬২) নামের এক বৃদ্ধ। রোববার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিবকে উপজেলার আলেপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালে প্রেমের সম্পর্কের জেরে উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও গ্রামের আজাদ বক্স আলেপুর গ্রামের মনোয়ারা বেগমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মনোয়ারা বেগম তার দ্বিতীয় স্ত্রী।
সম্প্রতি দ্বিতীয় স্ত্রী মনোয়ারা বেগম অন্য ছেলের সঙ্গে পরকীয়া করছে এমন সন্দেহে আজাদ বক্স ক্ষুব্ধ হয়ে ওঠেন। সকালে আলেপুর গ্রামে শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীর সঙ্গে এসব বিষয় নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে মনোয়ারা বেগমকে হত্যা করে। হত্যার পর তিনি নিজে কমলগঞ্জ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, আজাদ বক্স থানায় আসলে তাকে গ্রেফতার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ