মোঃ হেলাল পালোয়ান কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।লক্ষ্মীপুর কমলনগর উপজেলা ৬ নং পাটাওয়ারি হাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মোঃ জাকের মাঝির ছেলে ( মোঃ আকতার হোসেন) ৭(বছর) নামে এক শিশুর মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা যায় সকাল১১ঃ৩০মিনিটে সময় পাটাওয়ারি হাট থেকে বালু ভর্তি টেকটারটি নিয়ন্ত্রণ হারিয়ে(৭)বছরের শিশুর সাইকেলটি তে চাপায় দিলে সাথে সাথে মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্ন অঙ্গ ভেঙে যায় পরে স্থানীয়রা ছেলেটিকে উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন পরে অবস্থার অবনতি দেখে তাহাকে লক্ষ্মীপুরে হাসপাতালে হস্তান্তর করেন দেন লক্ষ্মীপুরে নেওয়ার আগেই ছেলেটি মারা যান বলে নিশ্চিত করেছেন পরিবার।
আজ (৯)মার্চ সকাল১১ঃ৩০মিনিটের সময় কমলনগর উপজেলা ৬ নং পাটাওরিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড টেকটারের চাপা পড়ে(৭)বছরের শিশু মোঃ আকতারের মৃত্যুর পর থেকে ওই এলাকার থমথমে বিরাজ করছে স্থানীয়দের একটাই দাবি যে গাড়ি বৈধতা নেই সেই গাড়ি দিয়ে গত (৪)মাসে(৬)টি তাজা প্রাণ কেরে নিয়েছে তাই প্রশাসনের ঊর্ধ্বতম কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি অতিলম্বে এই টেকটারকে নিষিদ্ধ করা হোক
এই বিষয়ে কমলনগর থানা অফিসার ইনচার্জ মোঃ তহিদুল ইসলাম বলেন ঘটনা শুনি পোস্ট পাঠিয়েছি ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাঠানো হয়েছে কিছুক্ষণ পরে আমাদের কাছে খবর আসে ছেলেটি মারা গেছে এই বিষয়ে আমরা এখনো লিখিত কোন অভিযোগ পাইনি তবে টেকটারটি জব্দ করা হয়েছে অভিযুক্ত ড্রাইভার পলাতক আছে তাকে ধরার জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে