মোঃ হেলাল পালোয়ান কমলনগর লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর কমলনগর হাজিরহাট চর ফলকন ইউনিয়নের মোঃ ফরিদ ড্রাইভার পিতা মৃত রহিজল ইসলাম সাং চর ফলকন ওয়ার্ড (৪)এর ফান্দে পড়ে নিঃস্ব চার ব্যবসায়ী তাদের মধ্যে(১)নম্বর হলেন হাজিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী চৌধুরী ট্রেডার্স তাহাকে হাজিরহাট তালপট্টি মোরশেদ খানের জমিন এর কাগজ দেখিয়ে প্রতারণার ফান্দে পেলে অন্য ব্যক্তিকে মোরশেদ খান বানিয়ে বায়না বাবদ২৬লক্ষ টাকা নেন পরবর্তীতে ঢাকা মোরশেদ খানের সাথে কথা বলিয়ে দিবে বলে তাহাকে ঢাকা নিয়ে যায় সেখানে তাহাকে ব্লাকমেইল করার চেষ্টা করেন চৌধুরী ট্রেডার্স বিষয়টির টের পেয়ে জীবন বাঁচানোর জন্য সেখান থেকে স্থান ত্যাগ করে চলে আসেন।
(২) নম্বরে প্রচারিত হয়েছেন ৫ নং চর ফলকন ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সরদার বাড়ির মোঃ সুমন সরদার তাহাকেও ওই একই জমিনের কাগজ দেখিয়ে ১৭ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেন এসি পরিবহনের মাধ্যমে পরবর্তীতে সুমন সরদার যখন বিষয়টি জানতে পারছেন সে প্রতারিত হয়েছেন তখন ফরিদ ড্রাইভারকে বিষয়টি বললে উল্টা ফরিদ ড্রাইভার নিজের মাথা নিজে ফাটিয়ে সুমন সরদারের বিরুদ্ধে একটি মামলা দেন মামলাটিন তদন্তাধীন আছেন।
(৩) নম্বরে প্রতারিত হয়েছেন মোঃ নূরনবী তাহাকেও ওই একই কাগজ দেখিয়ে মোবাইল এর মাধ্যমে কথা বলে নিজেকে মোরশেদ খান দাবি করে জমির দাম দস্তুর করেন জমিনের বায়না বাবদ তিনি বিকাশের মাধ্যমে সাড়ে ১২ লক্ষ টাকা নেন জমিনের রেস্ট্রেরী দিবে বলে তাহাকে ঢাকায় নিয়ে অন্য ব্যক্তিকে মোরশেদ খান বানিয়ে যখন তাহার সামনে আনেন বিষয়টি নূরনবী বুঝতে পেরে সেখান থেকে নিজের জান বাঁচানোর জন্য চলে আসেন নূরনবী বর্তমানে একটি প্রতারণা মামলা করেছেন লক্ষ্মীপুর সীট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বর্তমানে মামলাটির ডিবির কাছে তদন্ত দিন আছেন।
ফরিদ ড্রাইভার এর প্রতারণার টাকা কালেকশন করেন তাহার সহযোগী মোঃ শাহাজান পিতা ইমান আলী পন্ডিত) সাং চর কাদিরা ৭নং ওয়ার্ড বয়স (২৮)নামে এই বিষয়ে তাহার সাথে যোগাযোগ করার চেষ্টা করলে কোনভাবে তাহার সাথে যোগাযোগ করা যায়নি পরবর্তীতে তাহার ভাই মোঃ ইউনুস সাথে বিষয়টি জানতে চাইলে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখালে শাহজান তার ভাই বলে স্বীকার করেন ফরিদ ড্রাইভার হাজার টাকার বিনিময়ে এই ধরনের প্রতারণামূলক কাজগুলো করান বলে স্বীকার করেন তাহার ভাই ইউনুস।
এই বিষয়ে অভিযুক্ত ফরিদ ড্রাইভার এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে অভিযুক্ত ফরির ড্রাইভার বিষয়টি এড়িয়ে যান এবং কি তাহার স্ত্রী গণমাধ্যম কর্মীর কথা শুনে তাদের উপর ক্ষিপ্ত হয়ে যান তাদেরকে গালমন্দ করেন এবং কি বিষয়টি নিয়ে কোন বাদ বাড়াবাড়ি না করার জন্য বলেন পরবর্তীতে ফরিদ ড্রাইভার ঘর থেকে বেরিয়ে এসে বিষয়টি নিয়ে বাদ বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন এমনকি আইন প্রশাসন নাকি তাহার বাম পকেটে থাকে আরো বলেন তোমরা নিউজ করে আমার কি করতে পারবা বলে হুমকি দেন ফরিদ ড্রাইভার চর ফলকন ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের যুবলীগের সেক্রেটারি পদে আছেন
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ