সুমাইয়া সুলতানা
কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
পবিত্র রমজান উপলক্ষে সুন্দরবনের কূলঘেষা খুলনার কয়রা উপজেলার প্রায় চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতারের খাদ্য সামগ্রী বিতরণ করেছে আল খায়ের ফাউন্ডেশন।
শনিবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার আমাদী ইউনিয়নে নাকশা গ্রামে আল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। রমজানে আল খায়ের ফাউন্ডেশনের এসব সামগ্রী পেয়ে হাসিমুখে বাড়ি ফিরতে দেখা যায় অসহায় ও দরিদ্র মানুষদের।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলার কৃতিসন্তান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিক্ষা নিয়ন্ত্রক মো.আব্দুল হাকিম।এসময় এলাকার গর্ণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সুবিধাভোগীদের এক বস্তা চাল, ছোলা, ডাল, আটা, তেল, চিনি, দুধ, মসলা ও খেজুরসহ প্রায় আড়াই হাজার টাকা মূল্যের মালামাল দেওয়া হয়।