স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন।
আজ ( ১৪ ডিসেম্বর) খুলনা জেলার ৫ নং কয়রা ইউনিয়নের ০৪ নং কয়রা গ্রামের কৃষকের রোপনকৃত ধান স্থানীয় একটি দুস্কৃতি মহল প্রভাব খাটিয়ে কেঁটে নিচ্ছে।
স্থানীয় সূত্র,মতে জানা যায় যে, উক্ত ধান নুর মোহাম্মদ সানা রোপন করেন।
কিন্তু ধান পাকার পরে স্থানীয় একটি দুস্কৃতি মহল প্রভাব খাটিয়ে উক্ত জমি নিজেদের বলে দাবি করে ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে।
সরোজমিনে যেয়ে স্থানীয় জনগনের কাছ থেকে জানা যায় , উক্ত জমিতে এই ধান রোপন করেছেন নুর মোহাম্মদ সানা।
এ সময় নুর মোহাম্মদ সানা দাবি করেন যে,আমি উক্ত ধান রোপণ করেছি এখন ধান পাকার মুহূর্ত আমি যাতে সময়মত ধান কাটতে পারি তার জন্য প্রশাসনের সদয় দৃষ্টি কামনা করছি।উক্ত জমিটি মূলত নুর মোহাম্মদ সানার।জমির মালিক নুর মোহাম্মদ সানা( ৬০) পিং মৃত তাছের সানা সাং ০৪ নং কয়রা বাদী হয়ে বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালত কয়রায় মামলা দায়ের করে।মামলার ধারা :-১৪৪ ফৌ: কা:বি:।এ মামলায় বিবাদী পক্ষ গন হলো ১। মো:দাউদ সানা (৬৫)পিং মৃত তাছের সানা ২। মাছুম সানা (৩৫) ৩।আহম্মদ সানা(৩২) উভয় পিং দাউদ সানা ৪। হাসান সানা (৩৫)৫। হুসাইন সানা (৩২) উভয় পিং ছলেমান সানা সর্ব সাং ৪ নং কয়রা,থানা-কয়রা,জেলা-খুলনা। উক্ত মামলার বাদী/ ভুক্তভোগী নুর মোহাম্মদ সানার শরীক হিসাবে বিবাদীগন সম্পূর্ণ গায়ের জোরে দীর্ঘদিন ধরিয়া পায়তারা করিয়া আসিতেছে।বিবাদীগন কোর্টের জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে আইন আমান্য করে সম্পূর্ন গায়ের জোরে জমির রোপনকৃত ধান কেটে নিচ্ছে।