স্টাফ রিপোর্টার, সাইফুজ্জামান সুমন।
খুলনার কয়রা থানা পুলিশের বিশেষ অভিযােন ২৫০ গ্রাম গাঁজাসহ ২ দুইজনকে গ্রেফতার করেছে। আটককৃত ব্যক্তিরা হলেন কয়রা উপজেলার দক্ষিণ মদিনাবাদ গ্রামের ( ১)মোঃসোহেল গাজী পিতা মোঃ সেলিম গাজী (২) আব্দুল্লাহ গাজী পিতা মোঃ হবি গাজী।
কয়রা থানা পুলিশ গোপন সূত্রে, জানতে পেরে এসআই মোঃ ওসমান গনি তার সঙ্গীয় ফোর্স নিয়ে কয়রা থানাধীন মদিনাবাদ গ্রামস্থ কয়রা বাস স্ট্যান্ড সংলগ্ন কাউন্টারের সামনে থেকে গত ১০/০১/২৫ তাং রাত্র ১০:১৫ টায় তাদেরকে আটক করে।
আটকৃত ২ দুইজনকে জেল হেফাজতে প্রেরণ করা হয়। পরে এ বিষয়ে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে।