স্টাফ রিপোর্টার,সাইফুজ্জামান সুমন।
খুলনার কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বহুল আলোচিত সুন্দরবনের হরিণ শিকারী চক্রের হোতা ১৮ মামলার আসামি আসাদুল হক গাজী (৪০)কে গ্রেপ্তার করেছে কয়রা থানা পুলিশ৷
আটককৃত আসামী আসাদুল গাজী উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের জোড়শিং গ্রামের রুহুল আমীন গাজীর ছেলে। তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ছাড়া ও আদালতে এফসিআর (বন্য আইনে) ১৩ টি মামলা এবং কয়রা থানায় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। থানা সূত্রে জানা যায়, সুন্দরবনের হরিণ শিকারী চক্রের মূল হোতা বহু মামলার আসামী আসাদুল গাজী আংটিহারা এলাকায় অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি)জিএম ইমদাদুল হকের নির্দেশে গত ১১জানুয়ারি রাত আনুমানিক ১০:৩০টার দিকে থানার এসআই (নিঃ)মোঃ ওসমান গনি,মোঃ ফরিদুল ইসলাম, ফরহাদ হোসেন ও কনস্টেবল ফজর আলীর নেতৃত্বে অভিযান চালিয়ে আংটিহারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কয়রা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সুন্দরবনের হরিণ শিকারীর মূল হোতা আসাদুল গাজীকে গ্রেফতারের পর পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আসামের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ