মোঃ আছাদুল হক, কয়রা খুলনা প্রতিনিধি:
খুলনা জেলার কয়রা উপজেলাধীন মদিনাবাদ লঞ্চঘাট টি জরাজীর্ণ অবস্থায় পরে আছে কে নেবে মেরামত করার দায়িত্ব এটাই প্রশ্ন এখন এলাকাবাসীর? কয়রা উপজেলার মানুষের নৌপথে জেলা শহরে যাওয়ার পথের সড়ক বিকল্প গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হল নদী পথের লঞ্চঘাট। উপজেলা সদরে মদিনাবাদ লঞ্চঘাটে জীবনের ঝুঁকি নিয়ে পল্টনে উঠছে যাত্রীরা। শিশু ও বয়স্ক মানুষ চরম ঝুঁকিতে পল্টুনে যাওয়ার সেতু পার হয়ে লঞ্চে উঠতে হয় কিন্তু পল্টুনে উঠা এতটাই ঝুঁকিপূর্ণ যা সরাসরি না দেখলে কাউকে বলে বুঝানো সম্ভব না।