মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার চট্টগ্রাম।
চট্টগ্রামের কর্ণফুলীতে আবারও অগ্নিকাণ্ডে ১টি বাড়ির ৬টি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে।
এতে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা (৫ নম্বর ওয়ার্ড) খোয়াজনগর এলাকার চেয়ারম্যান বাড়ির একটি কলোনিতে এ ঘটনা ঘটে।
কিভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
আগুনে হতাহত না হলেও দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর শোয়াইব হোসেন মুন্সি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ ঘটনায় একটি ভাড়া বাসার ৬টি কক্ষ পুড়ে গেছে। এতে দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং তিন লক্ষ টাকার মালামাল উদ্ধার করেছি।
প্রসঙ্গত, গতকাল ৪ মার্চ বিকেল পৌনে ৪ টার দিকে কর্ণফুলী থানাধীন ইছানগর এলাকায় এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ নামের ওই চিনি কারখানায় আগুন লাগে।
যে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। এরপর পর মঙ্গলবার (৫ মার্চ) রাত ২ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর গ্রামের সৈন্যার গুষ্ঠির বাড়িতে মশার কয়েলের আগুনে প্রায় ১৮টি ঘর ও দুটি গৃহপালিত পশু (গরু) পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে কর্ণফুলীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ অনেকটা শঙ্কিত বলে জানা যায়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ