1. jhramjan88385@gmail.com : bbarta :
  2. muhammadalomgir350@gmail.com : Muhammad Aaomgir : Muhammad Aaomgir
  3. abrahim111099@gmail.com : Bikal Barta :
কর্ণফুলী নদী দখল ও দূষণের ফলে অচিরেই হারিয়ে যাবে চট্টগ্রাম বন্দর -ডা. মাহফুজুর রহমান - Bikal barta
৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ| শীতকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৪৩|
সংবাদ শিরোনামঃ
সিলেট ওসমানী বিমানবন্দরে সাড়ে ১৭ কেজির স্বর্ণের চালানসহ আটক ২ নেত্রকোণা কেন্দুয়া উপজেলা বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল নেত্রকোণা আটপাড়া উপজেলায় মৎস্যজীবদের মানববন্দন নেত্রকোণা কেন্দুয়া উপজেলার নওয়াপাড়ায় ভাগ্নের হাতে মামা খুন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুর জেলা শিবিরের বর্ণাঢ্য রেলি। হবিগঞ্জের অলিপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিং খোলার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছেন শেখ শাহাউর রহমান বেলাল! পলাশবাড়ীতে বঙ্গবন্ধু বালিকা উচ্চ বিদ্যালয়ের সাইনবোর্ড সরিয়ে নতুন নাম করন,,, সিলেটে যৌথ অভিযানে অস্ত্রসহ আটক ৪ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের শীতবস্ত্র বিতরণ !!! নিরাপদ সড়ক হোক !!!

কর্ণফুলী নদী দখল ও দূষণের ফলে অচিরেই হারিয়ে যাবে চট্টগ্রাম বন্দর -ডা. মাহফুজুর রহমান

রিপোর্টারের নাম
  • প্রকাশিত সময় সোমবার, এপ্রিল ৮, ২০২৪,
  • 111 জন দেখেছেন

জাতীয় দৈনিক বিকাল বার্তা চট্টগ্রাম চট্টগ্রাম ব্যুরো প্রধান
কে এম আবুল কাশেম

আন্তর্জাতিক মানবাধিকার কমিশন চট্টগ্রাম বিভাগ, উত্তর দক্ষিণ মহানগর শাখার যৌথ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে ‘কেমন চট্টগ্রাম চাই’ শীর্ষক এক আলোচনা সভা ০৮ এপ্রিল বিকাল ৩টায় নগরীর নূর আহমদ সড়কস্থ মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। উত্তর জেলার আহ্বায়ক সৈয়দ মোস্তফা আলম মাসুম-এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা পরিবেশবাদী ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, কর্ণফুলী নদী দখলে ও দূষণে এমন পর্যায়ে চলে গেছে যার ফলে অচিরেই কর্ণফুলী নদী বন্দর বাংলাদেশের মানচিত্র থেকে হারিরে যাবে। রাষ্ট্রের কাঠামোগুলো দুর্নীতির আখড়ায় পরিণত হওয়ার কারণে আজ অর্থনীতির চালিকা শক্তি চট্টগ্রাম নদী বন্দরকে দেখভাল করার কেউ নাই। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক পরিবেশ কর্মী আলহাজ্ব আবু সুফিয়ান। তিনি বলেন, বাংলাদেশের ন্যায় সারা পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। আমাদের দেশে আইনের সুশাসন ও গণতন্ত্র আজ সংকোচিত। বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের মহাসচিব উদ্ভিদ বিজ্ঞানী প্রফেসর ড. এম এ গফুর বলেন, এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদী আজ দখল ও দূষণে ধ্বংসের পথে। অথচ আজ দেখার কেউ নেই। বাপসার সিনিয়র ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্ণফুলী নদী গবেষক প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, কর্ণফুলী নদী তীরবর্তী ৫৩ টি শিল্পসহ ৮৯টি উৎসের বর্জ্যরে ফলে নদী দূষিত হচ্ছে প্রতিনিয়ত। তাছাড়া নদীর তীরবর্তী ৮১ প্রজাতির উদ্ভিদ আজ বিলুপ্তির পথে। নদীতে নির্গত এসব বর্জ্যে ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি থাকার কারণে মানবদেহ ও অন্যান্য প্রাণী মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে বলে গবেষণায় ধরা পড়েছে। কর্ণফুলী নদী রক্ষায় জরুরি ভিত্তিতে সরকারের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। প্রখ্যাত পরিবেশবিদ গবেষক প্রফেসর ড. মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রামে মোগল আমলের ২ শতাধিক পাহাড়ের এখন কোনো চিহ্নও নেই। বৃহত্তর চট্টগ্রামের অক্সিজেনের প্রাণকেন্দ্র পাহাড় ও বন উজাড় করা হচ্ছে প্রতিনিয়ত। পাহাড়ের মাটি কেটে ইট ভাটা তৈরি করা হচ্ছে। এভাবে চলতে থাকলে অক্সিজেনের অভাবে মানুষ, জীবজন্তু, পশু পাখি ক্রমান্বয়ে বিপর্যয়ের দিকে ধাবিত হবে। প্রফেসর ড. সাখাওয়াত আলী বলেন, বাংলাদেশের রাজস্ব আয়ের শতকরা ৮০ভাগ চট্টগ্রাম বন্দর থেকেই যোগান দিয়ে আসছে। অথচ চট্টগ্রামের খেলার মাঠ, শিশু পার্কসহ বিভিন্ন বিনোদনের কেন্দ্র তৈরি করার কোন উদ্যোগ নাই। তাছাড়া সিআরবি, জিয়া পার্ক শিশু পার্ক, জাতিসংঘ পার্ক সহ বিভিন্ন বিনোদনের কেন্দ্র আজ বিলুপ্তির পথে। প্রফেসর ড. এম এ জলিল বলেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হলেও এটা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ। দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক কবি মাহমুদুল হাসান নিজামী বলেন, দেশে উন্নয়নের নামে লুটপাট চলমান রয়েছে। দেশের অর্থনীতিতে আজ নাজুক অবস্থা বিরাজ করছে। সভাপতির বক্তব্যে এম এ হাশেম রাজু বলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মূল কাজ হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র, আইনের সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সমাজ ও রাষ্ট্র জীবনে সহযোগিতা করা। দেশের সর্বাগ্রে আজ মানুষ তার সাংবিধানিক মৌলিক অধিকার থেকে বঞ্চিত। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজ ও উন্নয়ন কর্মী আনোয়ার হোসেন লিপু, আইএইচআরসি’র কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাঈনুদ্দীন আহমেদ, সাবেক ছাত্রনেতা মো. জসিম উদ্দিন চৌধুরী, প্রফেসর সৈয়দ আব্দুল মাবুদ, আব্দুল আহাদ, চট্টগ্রাম বিভাগের কো-অর্ডিনেটর আমির হোসেন খান, পরিবেশ ও উন্নয়ন কর্মী মো. ইউসুফ, চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক তাহেরা আকতার শারমিন, যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. আবু তৈয়ব, আব্দুর রহিম, তৌহিদুল করিম, সদস্যসচিব এস. এম. কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সমন্বয়ক নুরুল আবচার তৌহিদ, উত্তর জেলার সদস্যসচিব আওরঙ্গজেব খান
জাতীয় দৈনিক বিকাল বার্তার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান
কে এম আবুল কাশেম বাহাদুর
মো. ইসমাইল ইমন, আবু বক্কর সিকদার, দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ ওসমান, প্রফেসর রুপম বড়–য়া, যুব সংগঠক মো. নওশাদ, মো. সুজন, শারমিন সরকার, জোহরা মরিয়ম, মো. আজমগীর, মো. সুমন, মো. রিদুয়ান আলী, মো. হেলাল উদ্দিন, প্রফেসর ইসমত আফিয়া ইরা প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ পড়ুন
© All rights reserved © 2024 bikal barta
error: Content is protected !!