বিকাল বার্তা প্রতিনিধি>>
সভাপতি মোবারক, সেক্রেটারী আতাউর জগন্নাথপুরের ‘কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটি’র দ্বি বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গত ২৭ অক্টোবর২০২৪ ইং রোজ রবিবার লন্ডন সময় দুপুরে জুমে ভার্চুয়ালী উক্ত সভা অনুষ্ঠিত হয়। সাবেক শিক্ষক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে, তাজুল ইসলাম ও আতাউর রহমান চৌধুরীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় সোসাইটির আহ্বায়ক কমিটির পক্ষে বক্তব্য রাখেন সাবেক ক্যাশিয়ার মাওলানা তাজুল ইসলাম।
তিনি বলেন- সোসাইটি বিগত ২০২১ সালে প্রতিষ্ঠার পর কলকলিয়া ইউনিয়নের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে ৪টি প্রজেক্ট বাস্তবায়ন করেছে। এলাকাবাসীর যে কোন দুর্যোগে সোসাইটি পাশে ছিলম আছে এবং থাকবে।
উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করা হয়। সোসাইটির সদস্যদের প্রস্তাবনার আলোকে সাবেক সভাপতি মোবারক আলীকে পুনরায় সভাপতি, আতাউর রহমান চৌধুরীকে সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষক আকমল হোসেনকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়। এছাড়া সভায় আলোচনাক্রমে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ব্যারিস্টার জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক পদে শেরন মিয়া চৌধুরী ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে আমির হুসেনকে মনোনীত করা হয়।
জুম মিটিংয়ে অংশ গ্রহণ করেন ও বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সোসাইটির সদস্য আলহাজ্ব দুদু মিয়া, আলহাজ্ব মোহিত মিয়া, আমিনুর রহমান, ফটিক মিয়া, মোশাররফ হোসেন (লিলু), মোঃ আকমল হোসেন, শেরন মিয়া চৌধুরী, আমির হোসেন, ব্যারিস্টার জয়নাল আবেদীন, এম এম তাজুল ইসলাম, আবুল হুসাইন আকাশ, আলী নূর রশীদ, হাফিজুল ইসলাম চৌধুরী, আব্দুল আলী চৌধুরী, সাংবাদিক জুবায়ের হোসেন, সাংবাদিক শাহান চৌধুরী, সাইদুর রহমান, মোঃ আবুল কালাম মিয়া, মোঃ কামাল হোসেন, বসর মিয়া তালুকদার, বদরুল ইসলাম নাঈম, সোহাগ আলম প্রমুখ।
সভা শেষে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্য রাখেন। সর্বসম্মতিক্রমে আগামী ১৭/১১/২০২৪ইং তারিখ সোসাইটির পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সোসাইটির বাংলাদেশের প্রধান সমন্বয়ক আলী নুর রশীদের প্রস্তাবনায় একটি উপদেষ্টা কমিটি ঘোষনা করা হয়। নতুন উপদেষ্টাগণ হলেন- বাদশা মিয়া লস্কর, মাস্টার আজিজুর রহমান চৌধুরী ও জুবায়ের হুসেইন হামজা। উপদেষ্টা কমিটি পাঁচ সদস্য পর্যন্ত বর্ধিত করা হবে বলে সিদ্বান্ত হয়। সভা শেষে মোনাজাতের মাধ্যমে নতুন কমিটির অনুমোদন সাপেক্ষে দ্বি বার্ষিক সাধারণ সভার সমাপ্তি হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ