মোঃশাহেদুল ইসলাম,স্টাফ রিপোর্টার। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নে আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান দুলুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় জনগণ। বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কলাউজান ইউনিয়নের কানুরাম বাজার স্টেশনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মালয়েশিয়া প্রবাসী ও কলাউজান ইউনিয়নের সাবেক ইসলামী ছাত্রশিবির নেতা মো. রিদোয়ান শিকদার। এছাড়া, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।
অভিযোগ ও বিক্ষোভকারীদের বক্তব্য
বক্তারা অভিযোগ করেন, মুজিবুর রহমান দুলু দীর্ঘ ১৬ বছর ধরে স্থানীয়ভাবে প্রভাব বিস্তার করে নিরীহ জনগণকে ভয়ভীতি দেখিয়ে আসছেন। তার নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী স্থানীয়দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এক বক্তা বলেন, “২০১৭ সালে জামায়াত সমর্থক দুই ব্যক্তি, মাইনুদ্দিন হাসান ও ফোরকানকে দুলুর অনুসারীরা প্রকাশ্যে মারধর করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে পুলিশ তাদের আটক করে।”
স্থানীয়দের দাবি, মুজিবুর রহমান দুলুর বিরুদ্ধে পাঁচ-ছয়টি হত্যা মামলা থাকলেও এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা হয়নি।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান
বিক্ষোভকারীরা চট্টগ্রামের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মুজিবুর রহমান দুলু ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবি জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “দুলু ও তার সন্ত্রাসী বাহিনীর দৌরাত্ম্য বন্ধ করা না হলে ইউনিয়নের নিরাপত্তা পরিস্থিতি আরও অবনতি হতে পারে।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ