মো:মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টার :কাউনিয়ায় আগুনে পুড়ে গেছে ৯টি বসতঘর। রবিবার (২৬ নভেম্বর ) উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোদ্দ ভুতছাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্থরা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে খোদ্দ-ভূতছাড়া গ্রামের পশু চিকিৎসক মোকসেদ আলীর বসতবাড়ির রান্না ঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন বসতবাড়ির নয়টি ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বসতঘরে থাকা নগদ টাকা, আসবাবপত্র,বই খাতা, হাঁস-মুরগি,কবুতর,ধান চাল সহ নয়টি বসতঘর পুড়ে যায়।
ক্ষতিগ্রস্থ পশু চিকিৎসক মোকসেদ আলী বলেন, তিনি রাতে বিকট শব্দ শুনে বের হয়ে দেখতে পান রান্না ঘরে আগুন ধরেছে। মুহূর্তের মধ্যে পুরো বাড়ি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। কোনো মতে স্ত্রী, সন্তান নিয়ে বাড়ি থেকে বের হতে পারলেও আগুনে পুড়ে সবকিছু শেষ হয়ে গেছে।
কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ