মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়ায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় অনন্ত(২৫) নামে এক হিন্দু যুবককে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।
শুক্রবার(০৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু চৌরাস্তা এলাকা থেকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ ।
আটক অনন্ত কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের চৌরাস্তা এলাকার শিশির শ্রী মোংলুর ছেলে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে অনন্ত সামাজিক যোগাযোগ ফেইসবুকে Independent24.tv অনলাইন পোর্টালের “সৌদিতে খালি জায়গা পড়ে আছে, সেখানেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে: নেতানিয়াহু” পোষ্টের কমেন্টে অভিযুক্ত অনন্ত ইসলাম সম্পর্কে কটুক্তি করে একটি অশ্লীল মন্তব্য করে। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইসলাম সম্পর্কে কটুক্তি করার জেরে উক্ত এলাকায় মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে।
বিষয়টি কাউনিয়া থানা পুলিশ গুরুত্ব সহকারে আমলে নিয়ে শুক্রবার সন্ধ্যায় অনন্ত কে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একই এলাকার প্রতিবেশীর বাড়ি থেকে অনন্তকে আটক করে থানা পুলিশ।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ জানান, কোন ধর্ম নিয়ে কটুক্তি কারোই কাম্য নয়। অভিযুক্ত যুবক শ্রী অনন্ত পুলিশ হেফাজতে আছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে