মঞ্জুরুল আহসান
স্টাফ রিপোর্টার: কাউনিয়ায় প্রধান শিক্ষক সমিতির সভাপতি তাজুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন কে ফুলেল শুভেচ্ছা জানিয়ে জাতীয় করণ কৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের টাইম স্কেল সংক্রান্ত অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত ১২ আগষ্ট ২০২০ ইং তারিখের কালো চিঠি বাতিলে সহায়তা করার আহবান জানান। আখতার হোসেন তাদের দাবি দাওয়া সম্পর্কে গুরুত্ব দিয়ে শুনেন এবং সাংগঠনিক ভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় রংপুর বিভাগের জাতীয়করণ কৃত শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। রেজাউল করিম, আব্দুল সাত্তার, আলফাজ হোসেন সুনীল কুমার মন্ডল, শামসুল ইসলামসহ আরও অনেকই উপস্থিত ছিলেন।