মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে জিয়া মঞ্চ শহীদবাগ ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদবাগ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবু হাসান রায়হান রুশোর সভাপতিত্বে ও উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেলের সঞ্চালনায়, কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জিয়া মঞ্চ রংপুর বিভাগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা মোঃ মঈন উদ্দিন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- উপজেলার বিএনপির সদস্য সচিব এডভোকেট মোজাহারুল আলম বাবলু, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন – জিয়া মঞ্চ রংপুর বিভাগের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, রংপুর জেলা জিয়া মঞ্চের আহবায়ক এস এম মিঠু, সদস্য সচিব শাকিল মিয়া,
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন -উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর চৌধুরী লিটন, জামিনুর রহমান , শহীদবাগ ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রশিদ মন্ডল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে জিয়া মঞ্চের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মঈন উদ্দিন বলেন আমরা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দল, মহিলা দল, তাঁতি দল সহ যায় যে দল করি না কেন সবাই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিক এবং তার আদর্শকে বুকে ধারন ও লালন পালন করে জেল জুলুম হুলিয়া হত্যা খুম মামলা নির্যাতন সহ নানা যড়যন্ত্র মোকাবেলা করিয়ে রাজনীতি করে চলছি। এছাড়া তিনি শহীদবাগ ইউনিয়ন জিয়া মঞ্চের সকল সদস্যদেরকে দলের প্রতি সক্রিয় থাকার জন্য বিশেষ ভাবে আহবান করেন ।