মোঃ মন্জুরুল আহসান:
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় মরহুম ছফর উদ্দিন সরকার ও আব্দুর ছাত্তার সরকার স্মৃতি বেইলিব্রীজ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৯ ঘটিকায় শহীদবাগ পল্লী উন্নয়ন সংঘের আয়োজনে বল্লভবিষু সরাকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলতাব হোসেন। সাকি এন্টার প্রাইজের স্বত্বাধিকারী সিরাজুল ইসলাম সুমনের সভাপতিত্বে ও শহীদবাগ পল্লী উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ ফিরোজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শহীদবাগ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হান্নান,এছাড়া অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন, শহীদবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মেনাজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মনজুম আলী,শহীদবাগ পল্লী উন্নয়ন সংঘের সভাপতি লিটন মিয়া,শহীদদের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল হক স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবাহক হাফিজুর রহমান প্রমুখ। খেলায় দুরন্ত বেইলিব্রীজ একাদশ বেইলিব্রীজ কিংস একাদশ কে ২৭ রানে পরাজিত করে। পড়ে খেলায় চ্যাম্পিয়ন ও রানাসআপ দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।