মোঃ মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টারঃ ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো কাউনিয়ায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। রবিবার সকালে পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের নেতৃত্ব মঙ্গল শোভা যাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি মডেল স্কুলে গিয়ে শেষ হয়। এতে কাউনিয়া কলেজ, কাউনিয়া মহিলা কলেজ, মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের ব্যানার সহ মঙ্গল শোভা যাত্রায় যোগ দেয়। মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং ইলিশ মাছ, পাট শাক ও শুটকি ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়ার আসর চলে দুপুর পর্যন্ত। শেষে এক আলোচনা সভা মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ সময় আরও বক্তব্য রাখেন কাউনিয়া,অফিসার ইনচার্জ মাহফুজার রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা,শামসুজ্জামান আজাদ, কাউনিয়া কলেজ এর সহকারী অধ্যাপক আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম মোল্লা, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক দিলদার আলী, প্রমূখ।