স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া উপজেলায় একটি বসতবাড়িতে আগুনের ঘটনায় চারটি টিনের ঘরসহ যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাত ঘটিকায় দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক শাহবাজের আঠানি গ্রামের দিনমজুর আবু তালেবের বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ৭ টার দিকে হঠাৎ করে ওই বাড়ির গরুর ঘড়েভ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। পরে আগুন পুরো বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় বাড়ির সদস্যদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে গিয়ে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনের লেলিহানে ওই বসতবাড়ির সব ঘড় এবং ঘড়ের ভিতরে থাকা থাকা ২০ মন ধান গরু ১টি,ছাগল ২টি সহ টিভি, খাট-তোষকসহ ঘরের যাবতীয় জিনিসপত্র পুড়ে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দিনমজুর আবু তালেব বলেন, বাড়ির বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে বাড়ির রান্না ঘর সহ মোট ৫টি টিনের ঘর ও যাবতীয় আসবাবপত্র পুড়ে গেছে। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল হক সরকার জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় তবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাৎক্ষনিকভাবে আগুনের পুড়ে যাওয়ার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।