মোঃ মন্জুরুল আহসান :
স্টাফ রিপোর্টারঃ ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে রংপুরের কাউনিয়া উপজেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন। চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী সহ ১৩ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়ে ব্যাপকভাবে প্রচার- প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীদের সমর্থকরা নেচে গেয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে । শেষ মূর্হতে জমে ওঠেছে প্রচারণা। চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ২ বারের নির্বাচিত বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া (মোটরসাইকেল) জেলা আওয়ামী লীগের সদস্য ২ বারের নির্বাচিত বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক (আনারস) ও নতুন মুখ আয়কর আইনজীবী মো. হুমায়ুন কবীর খান মুকুল (ঘোড়া) প্রতীক নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন।
প্রচারণায় পিছিয়ে নেই ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা। তারাও দিন রাত একাকার করে বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। প্রতিদ্বন্দ্বি ৬ প্রার্থীর মধ্যে মো. মাহমুদুল হাসান পিন্টু (চশমা) মো. মনজুদার রহমান (টিউবওয়েল) সুশান্ত সরকার (তালা) মো. জাহাঙ্গীর কবির (মাইক) গনেশ কুমার দেব শর্মা (টিয়াপাখি) ও মো. শফিকুল ইসলাম দুলাল (উড়োজাহাজ) মার্কা নিয়ে ভোটের মাঠে লড়াইয়ে নেমেছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে ১ জন নতুন মুখ। বাকী ৩ জনের মধ্যে মোছা. সেলিনা খাতুন (প্রজাপতি) মোছা. আঙ্গুরা বেগম (ফুটবল) ১ বার করে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন ও মোছা. রওশনারা বেগম (হাঁস) ২ বার প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে হেরে গেছেন এবং মোছা. রাবেয়া বেগম (কলস) এ বারে নতুন মুখ। প্রার্থীরা প্রতীক পাওয়ার পর থেকেই পোষ্টার ছাপিয়ে ও নিয়ম মেনে মাইক,বক্সে করে প্রচারণা চালাচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে দিন রাত প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছে। সেই সাথে উঠান বৈঠক, নির্বাচনী সভাও করছে তারা। প্রার্থীরা ভোটারদের মনযোগ আর্কষণের জন্য নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। এখন হাট-বাজার, চা-পানের দোকান ও হোটেল রেস্টুরেন্ট সরগরম। প্রার্থীদের জয় পরাজয় নিয়ে চলছে ভোটারদের নানা প্রতিক্রিয়া ও চলছে চুল ছেড়া বিশ্লেষণ। এবারে দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ায় আওমী লীগের নেতা কর্মীরা পছন্দের প্রার্থীর পক্ষে স্বাচ্ছন্দে কাজ করতে পারছেন। বিএনপি,জাতীয় পার্টি ও জামায়েতী ইসলামী বাংলাদেশ এর কোন প্রার্থী না থাকায় কাউনিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই হবে এবার আওয়ামী লীগ - আওয়ামী লীগের মধ্যে। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। অপর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব হিসেবে আসছেন। ২ প্রার্থী আওয়ামী লীগ পরিবারের হওয়ায় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা কর্মীরা দু'ভাগে বিভক্ত হয়ে পড়েছে। প্রবীণ আওয়ামী লীগের নেতা কর্মী ও ৯০ দশক ছাত্র লীগের নেতা কর্মীরা আব্দুর রাজ্জাক কে সমর্থন দিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। আওয়ামী লীগের অপর একটি অংশ বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া কে সমর্থন জানিয়ে তার পক্ষে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন। বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাকের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হবে বলে সরেজমিনে গিয়ে একাধিক ভোটারের সাথে কথা বলে জানাগেছে। চেয়ারম্যান প্রার্থী বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া বলেন আমি এলাকার উন্নয়নে আন্তরিক ভাবে অনেক কাজ করেছি। ন্যায়পরায়ন ভাবে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন,শিক্ষা,কৃষি ও সামাজিক নিরাপত্তা কর্মসূচী নিয়ে যেমন কাজ করেছি এবারো তা করবো। ক্ষমতার অপব্যাবহার,কথা দিয়ে কথা না রাখার মত কোন কাজ করিনি। তাই আবারো জনগণের রায়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ।
অপর চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হলে কাউনিয়া উপজেলা কে স্মাট উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। যুব সমাজ কে মাদক থেকে দুরে রেখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে আমার প্রধান কাজ। এলাকায় যে ইপিজেড হতে যাচ্ছে দ্রুত তা তরান্তিত করতে চাই। কাউনিয়া উপজেলার ২ লাখ ৪৫ হাজার ৪৩ জন ভোটার আগামী ৮ মে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বেছে নেবেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ