মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টার: বাংরাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নির্বাচন গত শনিবার কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ৬৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভাঙ্গামাল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেপামধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হক পেয়েছেন ২২টি ভোট। সাধারন সম্পাদক পদে কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আশফিকা বুলবুল পেস্তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাগেছে মোট ৯৪টি ভোটের মধ্যে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯০টি ভোট কাষ্ট হয়, এর মধ্যে মোঃ তাজুল ইসলাম ৬৮টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ মোজাম্মেল হক ভোট পেয়েছেন ২২টি ভোট । নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ শহিদুল্লাহ প্রঃশিঃ শিবু কুন্টিরাম সপ্রাবি। সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল ওয়াহাব প্রঃশিঃ হলদিবাড়ি সপ্রাবি, মোঃ জয়নাল আবেদীন প্রঃশিঃ গদাধর সপ্রাবি, মোঃ মহুবর রহমান প্রঃশিঃ বানুপাড়া পাটোয়ারী টারী সপ্রাবি, মোঃ মহিবুর রহমান মুকুল প্রঃশিঃ দরদী সপ্রাবি, মোছাঃ শাহানা বেগম প্রঃশিঃ খোর্দ্দভূতছাড়া সপ্রাবি। অত্যন্ত শান্তিপূর্ন ও আন্তরিক পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ