মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ কাউনিয়া উপজেলার বিঞ্চুপুর গ্রামের নলঝুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রম পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।
বুধবার সন্ধ্যায় পরিদর্শনকালে তিনি আশ্রমের পরিবেশ ও ভারতের অর্থায়ণে ভারত-বাংলাদেশ মৈত্রী নিগমানন্দ আশ্রমের তিনতলা কমপ্লেক্সের নির্মাণ কার্যক্রম ঘুরে দেখেন এবং আশ্রম কর্তৃপক্ষ ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভা নলঝুড়ি শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের নির্বাহী কমিটির সভাপতি মৃনাল কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলতাব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক, নলঝুড়ি আশ্রমের সভাপতি পরেশ চন্দ্র।
ভারতীয় সহকারী হাই কমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে আধ্যাত্মিক ও সাংস্কৃতিক সম্পর্কের গভীরতা ও বন্ধনের কথা তুলে ধরেন এবং আশ্রমের উন্নয়ন ও সংস্কার কাজে সহযোগিতার আশ্বাস দেন।