মোঃ মন্জুরুল আহসান
স্টাফ রিপোর্টার: রংপুরের
কাউনিয়ায় , মেয়াদ উত্তীর্ণ ওভেজাল বালাইনাশক সার বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠান থেকে ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ বালাইনাশক রেক্সিথেন এম-(৪৫) ধ্বংস করে মাটিতে পুঁতে ফেলা হয়।
আজ সকালে উপজেলা নির্বাহী এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করেন।তার সঙ্গে ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহানাজ পারভীন সাথী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, ও কাউনিয়া থানা পুলিশের একটি দল।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহানাজ পারভীন জানান, মেয়াদ উত্তীর্ণ ভেজাল বালাইনাশক বিক্রি করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক উপজেলার পৌরসভায় সারাই বাজারে খুঁচরা বালাইনাশক বিক্রেতা,হারাগাছ সার ঘরের প্রো: মো: ইয়াসিন আলীর দুই হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিদুল হক।
এদিকে প্রান্তিক কৃষকদের অভিযোগ, উপজেলার বিভিন্ন হাটবাজারে কৃষি অফিসের অনিবন্ধন ও লাইসেন্সবিহীন স্মারক কীটনাশকের দোকানে এসব ভেজাল সার বিক্রি করা হয়। আশাতীত ফসলের জন্য ভেজাল রোধে কৃষি অফিসের নজরদারি বাড়ানোর দাবি জানান তারা।