মোঃ মাহামুদুর হাসান সোহেল, প্রতিনিধ পাইকগাছা খুলনা।
দুই নাম্মার সোলাধানা ইউনিয়ন দুই নাম্বার ওয়ার্ড হরি খালি আবাসনে শীতবস্ত্র বিতরণ করেন কাঠমিস্ত্রি ট্রেড ইউনিয় খুলনা জেলার সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান সোহেল ও পাইকগাছা উপজেলার প্রস্তাবিত কাঠমিস্ত্রি ট্রেড ইউনিয়নের উপজেলা সহসভাপতি মোঃ আদম আলী হাওলাদার তিনি বলেন আমরা সবাই একসঙ্গে মিলেমিশে চলবো যাতে করে, গরিব ও অসহায় মানুষের পাশে থাকা যায়,কাঠমিস্ত্রি ট্রেড ইউনিয়ন,সাধারণ মানুষের ইউনিয়ন।।