স্টাফ রিপোর্টার: সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন -শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে। এরইধারাবাহিকতায় ১৬ জানুয়ারি ২০২৪ তারিখ রাতে সিলেট জেলার কানাইঘাট থানা পুলিশের একটি আভিযানিক দল এসআই/ সনজিত কুমার রায়, এএসআই/ সোহেল দেব, এএসআই/ রায়হান সঙ্গীয় ফোর্সের সহায়তায় কানাইঘাট থানা এলাকায় গ্রেফতারী অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ১। সুলতান আহমদ @ দলাই মিয়া, পিতা- আছমান আলী, ২। সুনাম উদ্দিন, পিতা-মৃত আব্দুল মালিক, ৩। ফুযায়েল আহমদ @ ফয়েজ, পিতা-মখলিছ উদ্দিন, ৪। সাকিব, পিতা- বশির উদ্দিন, সাং-সোনাতনপুঞ্জি, সর্ব থানা-কানাইঘাট,জেলা-সিলেট’দের গ্রেফতার করেন। উক্ত আসামীদের চালান মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।