মোঃ শরিফুল ইসলাম
বিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জ ।
কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজারে আজ(২১ এপ্রিল) রবিবার আনুমানিক ভোর পাঁচটায় সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের ভদ্রঘাট বাজারে পানেশের দোকানের সম্মুখে খালি ট্রাক এবং যাত্রী বিহীন সিএনজির মুখোমুখি সংঘর্ষহয় হয়। এতে সিএনজি দুমড়ে মুচরে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুছরে যায়। ট্রাক এবং সিএনজি চালক কে হসপিটালে প্রেরণ করা হয় এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি।