হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
সম্প্রতি, জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আল-হেরা মাদ্রাসায় এক মনোমুগ্ধকর ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রমজানের পবিত্রতা ও তাৎপর্যকে তুলে ধরে আয়োজিত এই অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজকর্মী এবং সাধারণ মানুষের এক মিলনমেলা ঘটে।
আল-হেরা মাদ্রাসার ছাত্র ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টায় আয়োজিত এই ইফতার মাহফিলটি ছিল এক অনন্য দৃষ্টান্ত। রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা, মাদ্রাসা ছাত্রদের জন্য বিশেষ দোয়া এবং সকলের সম্মিলিত ইফতারের মাধ্যমে অনুষ্ঠানটি এক আধ্যাত্মিক পরিবেশে পরিণত হয়।
এই ইফতার মাহফিলটি কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান ছিল না, বরং এটি ছিল এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি বৃদ্ধির একটি অসাধারণ উপলক্ষ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে এক আনন্দঘন পরিবেশে পরিণত করে।
আল-হেরা মাদ্রাসার এই উদ্যোগ রমজান মাসের পবিত্রতা ও গুরুত্বকে তুলে ধরার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করেছে। এই ধরনের আয়োজন সমাজের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে সহায়ক ভূমিকা পালন করে।