হারুন অর রশিদ,স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাই পৌরসভা সদরে শিমুলতলী নামক স্থানে অবস্থিত আরবি কোলস্টোরেজ লিমিটেড আলু রাখা হিমাগারে ৭ই জানুয়ারি ২০২৫ মঙ্গলবার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। নৈশ্য প্রহরী, সিকিউরিটি গার্ড রফিকুল ইসলাম ও মেশিন অপারেটর জহুরুল এর কাছ থেকে জানা যায়, গভীর রাতে ডাকাত দলকে পিস্তল ও অস্ত্র সহ হিমাগারে প্রবেশ করা দেখে তারা ডাকাত এসেছে ডাকাত এসেছে এই বলে চিৎকার দিলে ডাকাত দল তাদের সহ ৭ জন কে ধরে নিয়ে মেশিন অপারেটর জহুরুল ইসলামের শোয়ার ঘরে আটকিয়ে রেখে, ডাকাত দলের লোকজন, হিমাগারের অফিস কক্ষের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে,আলমারির ড্রয়ারের তালা ভেঙ্গে নগদ ৬ লক্ষ টাকা নিয়েছে। এরপর হিমাগারের মেশিন কক্ষের ভেতরে ঢুকে হিমাগারের ৫০০ কেভির ৫ টি ট্রান্সফরমার বওয়ার, নিটকুলার মটর ৮ টি, কমপে্্রসার ট্রান্সফর্মার ১৭০ কেভির ৫ টি বওয়ার, নিটকুলার মটর ৮ টি লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ২৬ লক্ষ্ টাকা।সব মিলিয়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকা তারা লুট করে পালিয়ে গেছে । ডাকাতি হওয়ার খবর পাওয়া মাত্র কালাই থানা অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন তার সঙ্গীয় ফোর্সকে সাথে নিয়ে ঘটনাস্থলে দ্রুত গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জয়পুরহাট জেলা সদর সার্কেল পুলিশ সুপার আরিফ হোসেন ও ঘটনাস্থলে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকাতি হওয়ার বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে। এ খবরটি থানা অফিসার ইনচার্জ (ওসি ) এর কাছ থেকে নিশ্চিত করা হয়েছে।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ