হারুন অর রশিদ
স্টাফ রির্পোটার:
জয়পুরহাটের কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৭ই মার্চ বৃহস্পতিবার ২০২৪ সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে হাজার বছরের শেষ্ঠ বাঙালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, কালাই থানা, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ ও কালাই ডিগ্রি কলেজ পুষ্পস্তবক অর্পন করেন। এরপর বীর শহীদদের স্মরনে ০১ মিনিট নিরবতা পালনের পর দেশ ও জাতীর কল্যাণে দোয়া করা হয়। তারপর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে উপজেলা নিবার্হী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ঐতিহাসিক ভাষনের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অত্র অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, কালাই থানা অফিসার ইনর্চাজ ওয়াসীম আলবারী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ অরুণ চন্দ্র রায়, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার হাসান আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মাহমুদুল হাসান, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন ও বীর মৃক্তিযোদ্ধা মনীশ চৌধুরী। আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।