হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার কালাই উপজেলায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে, বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ওসি জাহিদ হোসেনসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলার ভূমি কমিশনার ইত্তেখার রহমান।
অনুষ্ঠানের শুরুতে, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান এবং অন্যান্য অতিথিবৃন্দ বাংলা নববর্ষের তাৎপর্য ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন। এরপর, স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচ, গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।
উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান তাঁর বক্তব্যে বলেন, "বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এই দিনে আমরা সবাই মিলেমিশে আনন্দ করি এবং নতুন বছরকে স্বাগত জানাই।"
ওসি জাহিদ হোসেন বলেন, "বর্ষবরণ অনুষ্ঠান আমাদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ায়। এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।"
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ বর্ষবরণ অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে অনুরোধ জানান।
বর্ষবরণ অনুষ্ঠানটি কালাই উপজেলার মানুষের মধ্যে এক আনন্দঘন পরিবেশ তৈরি করে। অনুষ্ঠানে সকল শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ