হারুন অর রশিদ স্টাফ রিপোর্টার:
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভা ও সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাবেক সচিব আব্দুল বারী। বুধবার (৯ এপ্রিল) সকাল ১১ টায় কালাই উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কার্যালয়ের প্রশাসন কর্মকর্তা, ঢাকা জেলার সাবেক ডিসি, ঢাকা বিভাগীয় কমিশনার ও সাবেক সচিব এবং জয়পুরহাট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. আব্দুল বারী এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় যুবদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসানের সঞ্চালনায় এই সভায় আব্দুল বারী বিএনপি নেতাকর্মীদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের মতামত শোনেন।
সভায় আব্দুল বারী তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং জয়পুরহাট-২ আসনের উন্নয়নে তার পরিকল্পনা সম্পর্কে নেতাকর্মীদের অবহিত করেন। তিনি বলেন, "আমি এই অঞ্চলের মানুষের কল্যাণে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করতে পারব।"
মতবিনিময় সভা শেষে আব্দুল বারী কালাইয়ের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি তাদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। সাধারণ মানুষ তাকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আব্দুল বারী সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এই মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আব্দুল বারীর সহধর্মিণী মোছাঃ নাজমা আরা বেগমও উপস্থিত ছিলেন। তিনি সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সাথে স্মৃতিচারণ করেন।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ