স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের কালাইয়ে আগামী ৪ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন কে সামনে রেখে চলছে প্রচার প্রচারনার আমেজ। কালাই উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পার্থী হিসেবে লড়বেন ৩ জন, তবে পার্থীতা আর বাড়তে পারে বলে অনেকের মনে হয়। এদিকে বর্তমান ও পরপর তিন বারের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন আজ প্রায় সাড়ে ছয় হাজার এর মত মোটরসাইকেলের বহরে তাঁর জনসমর্থন ও সাধারণ জনগণকে শুভেচ্ছা জানাতে একটি বিশাল বহরের শোডাউন করেছেন। দুপুর ২ টার পরে উপজেলার বিভিন্ন এলাকা গ্রাম, রাস্তা দিয়ে জন সাধারণকে প্রচার প্রচারনার জানান দেন। উক্ত মোটরসাইকেল শো-ডাউনে আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মী, কর্মী-সমর্থক ও উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরা উক্ত শোডাউনে অংশ নেন।
মোটরসাইকেলের বহরের সামনে একটি সাদা রঙের হুড খোলা গাড়িতে উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন দাঁড়িয়ে হাত নাড়িয়ে লোকজনদের শুভেচ্ছা জানান। গ্রাম, রাস্তা,মোড়ে, ও মেইন সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা লোকজনও হাত নাড়িয়ে উপজেলা চেয়ারম্যানকে শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার বেলা আড়াইটায় জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলার বালাইট মোড়ে মোটরসাইলের বিশাল শোডাউনটি বের হয়ে পুরো উপজেলার গুরুত্বপূর্প সড়ক ও মাত্রাই হয়ে মোসলেমগঞ্জ, পুনট, জিন্দারপুর হয়ে প্রায় ১০০ কিলোমিটার শোডাউন প্রদক্ষিণ শেষে কালাই পৌরশহরে এসে শেষ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগমী ৪ মে প্রথম ধাপে কালাই উপজেলা পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন নিয়ে ইতিমধ্যে প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে জানান দেওয়া শুরু করেছে। এতো বড় মোটরসাইকেলের শোডাউন এর আগে কখনো উপজেলাবাসী দেখে নাই।
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট ফাতিমা আক্তার (এ. এ. জি) সহকারী অ্যাটর্নি জেনারেল, এবং আইনী সহকারী সদস্য, সুপ্রিম কোর্ট।আইন উপদেষ্টা:
এ্যাড.মো. রুবেল আল মামুন। (পাবলিক প্রসিকিউটর।) বিশেষ ট্রাইব্যুনাল নং-১৯, ঢাকা।উপদেষ্টা: আলহাজ্ব এম.এ বারেক, সম্পাদক: মোঃ সাইফুল ইসলাম, প্রকাশক: ফকির আমির হোসেন,বার্তা সম্পাদক: আব্দুর রহিম । বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৭ মতিঝিল বা/এ (খান ম্যানশন) লিফট ৮ তলা ঢাকা ১০০০। মোবাঃ ০১৬২৫৫৫৫০১২ ই-মেইল bikalbarta@gmail.com
Copyright @ চাঁদনী মিডিয়া গ্রুপ