মো:জসিম হোসেন ক্রাইম রিপোর্টার কালীগঞ্জ ঝিনাইদহ:
ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলায় দিশারী কাঠ গোলায় একটি সন্ত্রাসী দল ডাকাতির চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গতকাল (২ ডিসেম্বর) সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা ১২ মিনিটে এ ঘটনা ঘটে।
ডাকাত সদস্যরা প্রতিষ্ঠানের মালিক লুৎফুর রহমানকে আক্রমণ করে, সম্পূর্ণ বেঁধে ফেলে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার প্রস্তুতি দেয়। এমন সংকটময় মুহূর্তে লুৎফুর রহমান উচ্চস্বরে কালেমা পাঠ করলে পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত চিৎকার-চেঁচামেচি শুরু করেন। তাদের প্রতিরোধের মুখে ডাকাত দল একপর্যায়ে গাড়ি নিয়ে ঝিনাইদহের দিকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে কালিগঞ্জ থানার (ওসি) শহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান। তিনি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করেন এবং ঘটনার তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন।